Facebook marketing

 

এই কোর্সটি থেকে যা শিখবেন





































নিজের ব্যবসার সেল বাড়াতে পারবেন।


















 ব্যবসাকে শক্তিশালী ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে পারবেন।
নতুন কাস্টমারদের আকর্ষণ করা ও পুরোনোদের ধরে রাখার জন্য উপযুক্ত কন্টেন্ট বানাতে পারবেন।
ফেসবুকের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিচার, যেমন: ফেসবুক পেইজ, ফেসবুক গ্রুপ, অর্গানিক রিচ, ফেসবুক বুস্টিং ও ফেসবুক এড ম্যানেজারের মাধ্যমে বিজ্ঞাপন দেয়া - ইত্যাদি শিখে আপনার মার্কেটিং দক্ষতাকে বাড়াতে পারবেন।
যদি ডিজিটাল মার্কেটিং এজেন্সির মালিক হন তবে নিজের ফেসবুক মার্কেটিং ব্যবসায়কে আরোও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন।
পোশাকের ব্র্যান্ড, অনলাইন শিক্ষকতা, স্টাইলিশ ব্র্যান্ডিং ও ক্রিয়েটিভ কাজের প্রচার ইত্যাদি রিয়েল লাইফ কেসস্টাডির মাধ্যমে কার্যকরভাবে ফেসবুক মার্কেটিং করার কৌশল জানতে পারবেন।

কোর্সটি সম্পর্কে

ডিজিটাল মার্কেটিংয়ের একটি শক্তিশালী প্রশাখা হলো ফেসবুক, যাকে এই মূহুর্তে ব্যবহার করছে বাংলাদেশের প্রায় সাড়ে চার কোটি ব্যবহারকারী (জানুয়ারী ২০২২ এর তথ্যমতে), এবং সংখ্যাটা ক্রমেই বাড়ছে। অর্থাৎ, আপনি যে ব্যবসাই করুন না কেন, আপনি নিশ্চিতভাবেই জেনে রাখুন যে আপনার টার্গেট কাস্টমারের একটা অংশ অবশ্যই ফেসবুকে সময় কাটায়।

পাড়ার মোড়ের জামা-কাপড়ের দোকান থেকে শুরু করে বিশ্ব দাপিয়ে বেড়ানো ট্রিলিয়ন ডলারের ব্র্যান্ড - সবার সরব উপস্থিতি রয়েছে আজ ফেসবুকে। সুতরাং, ফেসবুক মার্কেটিং না জানলে আপনাকে দ্রুত পিছিয়ে পড়তে হবে প্রতিযোগিতা থেকে, এমনকি এক সময় আপনি হয়তো বাজার থেকে হারিয়েও যেতে পারেন!

অনেকেই আছেন যারা অনেকদিন ধরেই ফেসবুক মার্কেটিং শিখতে চাচ্ছেন, কিন্তু কারও সাহায্য ছাড়াই নিজে থেকে ফেসবুক মার্কেটিং শিখে টাকা উপার্জন শুরু করার ব্যাপারটাকে একটু জটিল মনে হচ্ছে? সংকোচবোধ হচ্ছে? ভয় নেই! এ কোর্সটি করার পর সে জটিলতা ও সংকোচ কেটে যাবে।

আপনি যদি একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা হন, তবে আপনার কাস্টমারদের সাথে কার্যকর ও সহজভাবে যোগাযোগের সবচাইতে উত্তম মাধ্যম হলো ফেসবুক। অনেক মনে করেন, সঠিক প্রডাক্ট আর প্রাইস-ই সোশ্যাল মিডিয়াতে আপনার বিজনেস বা আপনার ব্র্যান্ডের অবস্থান শক্ত করতে যথেষ্ট। এটি কিন্তু পুরোপুরি সত্যি নয়। কারণ সঠিক প্রডাক্টের সাথে সাথে আপনার জানা প্রয়োজন:

  • সঠিকভাবে ফেসবুকের এলগারিদম-ফ্রেন্ডলি কনটেন্ট কীভাবে বানাতে হয়।
  • কীভাবে অল্প পরিশ্রম ও স্বল্প সময়ে একটি কনটেন্টকে ফেসবুকের জন্য বিভিন্নভাবে রি-পারপাজিং করতে হয়।
  • কীভাবে ফেসবুকের মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে হয়।
  • কী করে অর্গানিক রিচ বাড়াতে হয়।
  • কীভাবে ফেসবুকে অ্যাড রান করাতে হয়।
  • কীভাবে বুদ্ধিদীপ্তভাবে নিজের ব্র্যান্ডকে অন্য প্রতিযোগী ব্র্যান্ডদের কাছ থেকে সুরক্ষিত রাখতে হয়!

আপনার অনলাইন ব্যবসাকে আরোও বেশি সফলতা এনে দিতে এবং ব্র্যান্ড তৈরির যাত্রায় আপনাকে সাহায্য করতে টেন মিনিট স্কুল নিয়ে এসেছে “Facebook Marketing” কোর্স। কোর্সটি ডিজাইন করেছেন দেশের স্বনামধন্য শিক্ষামূলক কনটেন্ট ক্রিয়েটর এবং টেন মিনিট স্কুলের ফাউন্ডার এবং সিইও আয়মান সাদিক। তাকে এ কাজে সাহায্য করেছেন সাদমান সাদিক, সালমান মুক্তাদির এবং অন্তিক মাহমুদের মতো ইন্ডাস্ট্রি এক্সপার্টরা - সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও কনটেন্ট নিয়ে যাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা, এবং সফলতা।

এই কোর্সটি ফেসবুক এর মাধ্যমে মার্কেটিং শেখার একটি সম্পূর্ণ গাইডলাইন, যেখানে আপনি বিভিন্ন বাস্তব উদাহরণ এবং টিউটরিয়ালের মাধ্যমে ধাপে ধাপে এবং হাতে কলমে বেশ কিছু ফেসবুক মার্কেটিং টিপস ও হ্যাক শিখতে পারবেন। আমরা আপনার শেখার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয়, কার্যকর এবং একইসাথে মজার করে তোলার চেষ্টা করেছি যাতে করে আপনি ফেসবুকে নিজের কন্টেন্ট নিজেই তৈরি করতে পারেন এবং অল্প সময়ের মধ্যেই ফেসবুকের মাধ্যমে রেভিনিউ জেনারেট করা শুরু করতে পারেন।

তাহলে আজই আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যান এবং আপনিও হয়ে উঠুন একজন দক্ষ ফেসবুক মার্কেটার!

আর তাই, আপনার অনলাইন ব্র্যান্ড তৈরির এই যাত্রায় আপনাকে সাহায্য করতে টেন মিনিট স্কুল নিয়ে এলো “Facebook Marketing” কোর্স। কোর্সটি ডিজাইন করেছেন আয়মান সাদিক, সাদমান সাদিক, সালমান মুক্তাদির এবং অন্তিক মাহমুদের মতো ইন্ডাস্ট্রি এক্সপার্টরা। এই কোর্সটি ফেসবুক এর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং শেখার একটি সম্পূর্ণ গাইডলাইন যেখানে আপনি বিভিন্ন উদাহরণ এবং টিউটরিয়ালের মাধ্যমে ফেসবুক মার্কেটিং শিখতে পারবেন। আমরা আপনার শেখার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় এবং মজার করে তোলার চেষ্টা করেছি যাতে আপনি ফেসবুকে নিজের কন্টেন্ট তৈরি করতে পারেন এবং অল্প সময়ের মধ্যেই ফেসবুকের মাধ্যমে উপার্জন শুরু করতে পারেন। আজই এনরোল করুন এবং মাত্র ২৫ ঘণ্টায় হয়ে উঠুন ফেসবুক মার্কেটিং-এ এক্সপার্ট!

কোর্সটি কাদের জন্য?

  • যারা নিজেই নিজের ব্যবসার জন্য কনটেন্ট বানিয়ে ফেসবুক থেকে আয় করতে চান।
  • যারা অফিসের প্রয়োজনে ফেসবুক মার্কেটিং শিখে বসের কাছে নিজের দক্ষতা প্রমাণ করতে চান কিংবা প্রমোশন পেতে চান।
  • যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও ডিজিটাল মার্কেটিং-এ আগ্রহী।
  • যে সকল কনটেন্ট ক্রিয়েটর ফেসবুকে নিজেদের অডিয়েন্স তৈরি করতে চান কিংবা ফ্যানবেইজ বাড়াতে চান।
  • ফেসবুকের মাধ্যমে পারসোনাল ব্র্যান্ডিং করতে চান।
  • যারা জানতে চান ফেসবুক তথা সোশ্যাল মিডিয়ার জন্য টেন মিনিট স্কুল কিভাবে কনটেন্ট ক্রিয়েট ও প্রমোট করে থাকে।
  • হাইলি সাকসেসফুল এবং দেশজুড়ে তুমুল জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের দীর্ঘদিনের অর্জিত অভিজ্ঞতা থেকে যারা শেখার সুযোগ পেতে চান।

যেভাবে এই কোর্সটি আলাদা?

  • এই কোর্স-এর সকল উদাহরণ ও কেসস্টাডি বাংলাদেশের প্রেক্ষাপটে দেয়া হয়েছে যাতে করে আপনার জন্য এই কোর্সটি আরো সহজবোধ্য, প্রাসঙ্গিক আর স্মরণীয় হয়ে ওঠে।
  • এ কোর্সে ফেসবুক মার্কেটিংয়ের খুটিঁনাটি ছাড়াও দেখানো হয়েছে মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন, মোবাইল ফটোগ্রাফি, মোবাইল ভিডিওগ্রাফি এবং মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের বেসিকস্।
  • এই কোর্সের ইন্সট্রাকটররা স্বনামধন্য ফেসবুক ইনফ্লুয়েন্সার, যারা নিজেদের ফেসবুক মার্কেটিং-এর দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়াতে হয়েছেন তুমুল জনপ্রিয়, এবং বাস্তবজীবনে হয়েছেন অনুকরণীয়, সফল!

0 comments:

Post a Comment