Wednesday, September 29, 2021

চাকরিতে লাগে অভিজ্ঞতা

 





চাকরিতে লাগে অভিজ্ঞতা, আর দক্ষতা মানেই অভিজ্ঞতা-

চাকরি ক্ষেত্রে নতুনদের প্রবেশ করাটা খুবই কষ্টকর। কেননা চাকরির সার্কুলারে প্রথমেই যে বিষয়টি জানতে চাওয়া হয় সেটা হচ্ছে আপনার অভিজ্ঞতা আছে তো? কিন্তু অনেক সময় দেখা যায় চাকরির অনেক বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আপনি অন্য কোনো ভালো চাকরিতে যেতে পারছেন না।
এটার কারণ কি জানেন? এর কারণ বুঝতে হলে চাকরিতে নিয়োগকারীদের মানসিকতা বুঝতে হবে। তারা ঠিকই হয়তো অভিজ্ঞতার কথা সার্কুলারে বলে থাকে কিন্তু আসলে নির্দিষ্ট কাজে আপনার দক্ষতা কতটুকু সে বিষয়টি জানতে চায়।
কেননা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে ইন্ডাস্ট্রি গুলোর চাহিদা ও কাজের পদ্ধতি । আগে যেমন সব কিছু কাগজে কলমে করা হতো এখন সব কিছুই অনলাইন কেন্দ্রিক। প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। তাই আমাদের এগিয়ে যেতে হলে এই রেভুলুশ্যন এর সাথে তাল মিলিয়ে চলতে হবে। গড়তে হবে নতুন নতুন দক্ষতা। চাকরিতে লাগে অভিজ্ঞতা আর অভিজ্ঞতা মানেই দক্ষতা। আপনি কাজে দক্ষ হলে কর্মক্ষেত্রে প্রবেশ বা ক্যারিয়ারে ভালো করা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে।
নতুনদের ক্ষেত্রে দক্ষতার প্রমান স্বরূপ থাকতে পারে কোন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত কোনো কোর্সের সার্টিফিকেট। তারা চাইলে তাদের ছোট ছোট কাজের অভিজ্ঞতার কথাও সিভিতে সংযুক্ত করতে পারে। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে প্রথম থেকেই দারুণ ভাবে পোর্টফোলিও সাজানোর বিষয়টিকে তারা মাথায় রাখতে পারে।
তাই ছাত্রজীবন থেকেই উচিত আমাদের কাজের অভিজ্ঞতা সংগ্রহ করার মানসিকতা রাখা। অর্থাৎ দক্ষতা বাড়িয়ে তোলার মানসিকতা রাখা। আমরা কোনো কাজকে ছোট করে দেখবো না। কারণ একমাত্র বাস্তব কাজের মাধ্যমেই দক্ষতাকে শাণিত করা সম্ভব।
আইটি প্রশিক্ষণ বিষয়ক যে কোন তথ্য জানতে আপনি অংশ নিতে পারেন এনএম আইটির অনলাইন সেমিনারে।
👉সেমিনারে অংশ নিতে রেজিস্ট্রেশন করুনঃ https://forms.gle/1AtoPZNvRW16VeUm7
যে কোন তথ্য জানতে,
✉ইনবক্স করুনঃ m.me/nmittrainingschool
কল করুনঃ
01998763210,01848357338,01867979373
⭐আমাদের ঠিকানাঃ
এনএমআইটি
তােলারাম কলেজ রােড সংলগ্ন UCC এর ২য় ক্যাম্পাস এর পাশের ভবন (খন্দকার ভিলার ৫ম তলা), চাষাড়া, নারায়ণগঞ্জ
#nmit #NMIT #nmitinstitute #nmittrainingschool #najmul 

NMIT

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment