Thursday, May 26, 2022

পি এল সি ??

NMIT

 


PLC কি ?

পি এল সি (PLC) পূর্ণ নাম প্রোগ্রামএবল লজিক কন্ট্রোলার (Programmable Logic Controller)। এটি এমন একটি ডিভাইস যার সাহায্যে অতি সহজেই অন্যান্য যন্ত্র কন্ট্রোল করা যায়।এটি এক প্রকার ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার কন্ট্রোল সিস্টেম যা ইনপুটে কোন প্রকার সিগন্যাল পাওয়ার সাথে সাথে একটি ডিসিশন মেক করবে কাস্টম প্রোগ্রামের উপর নির্ভর করে এবং আউটপুট কন্ট্রোল করবে।পিএলসি সাধারণত মাইক্রোপ্রসেসর নিয়ে গঠিত যাকে কম্পিউটারের সাহায্যে প্রোগ্রাম করতে হয়। প্রোগ্রামটি মূলত কম্পিউটারের সফটওয়্যারে লিখতে হয় এবং তা ক্যাবলের সাহায্যে পিএলসিতে লোড করা হয়।
PLC কোথায় ব্যবহার করা হয়ে থাকে?
আমরা জানি পিএলসি একটি ডিজিটাল কম্পিউটার যা বিভিন্ন ফ্যাক্টরিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়ে থাকে।যেকোন মেশিন অটোমেশন, নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন প্লান্ট, রাসায়নিক শিল্পকারখানা, অটোমেটেড শিল্পকারখানা, হোম অটোমেশন,সিমেন্ট কারখানার, ফুড কারখানার,বায়োমেডিক্যাল,ইরোবটস উৎপাদন এবং নিয়ন্ত্রণ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে।
Brand Name of PLC:
বর্তমানে বিভিন্ন কোম্পানির পিএলসি বাজারে রয়েছে। তবে এদের মধ্যে কিছু পরিচিত পিএলসির তালিকা নিচে দেওয়া হলো।
1.ডেল্টা পিএলসি( Delta)
2.এলেন ব্র্যাডলি( Allen Bradley)
3.মিটসুবিশি(Mitsubishi)
3.ফুজি(fuzzi)
4.পেনাসনিক ( Panasonic)
5.ওমরন (Omron)
6.এল এস ( LS)
7.টশিবা(Toshiba)
8.সিমেন্স (Siemens)
9.ফাটেক ( Fatek )
10.স্ট্যাইডার(Schneider)
পিএলসি কিভাবে কাজ করে থাকে?
পিএলসি এক প্রকার মাইক্রোকন্ট্রোলার বেইজড কন্ট্রোল সিস্টেম। এতে একটি প্রোগ্রামএবল মেমোরি থাকে যা বিভিন্ন প্রকার ইনস্ট্রাকশন স্টোর করে থাকে। এর মাধ্যমে এরিথমেটিক(গাণিতিক)লজিক্যাল, সিকুয়েন্সিং, টাইমিং ইত্যাদি কার্যবলি সম্পাদন করা হয়।পিএলসি কাজ নির্ভর করে প্রথম ধাপ যে ইনপুট সিগন্যাল দেয়া হবে তা লেডার ডায়াগ্রামের মাধ্যমে প্রসেসিং হয়ে দ্বিতীয় ধাপে কাঙ্খিত আউটপুট সিগন্যাল পাওয়া যাবে। এর সাহায্যে অন্যান্য ডিভাইস সহজেই কন্ট্রোল করা যায়।
পিএলসি তিনটি প্রধান সেকশন রয়েছেঃ
.পাওয়ার সাপ্লাই
.ইনপুন\আউটপুট
.সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
1.পাওয়ার সাপ্লাই:
পিএলসিকে একটিভ করার জন্য অবশ্যই একটি পাওয়ার লাগবে। পাওয়ার সাপ্লায়ের কাজ মূলত ইনপুট, সিপিইউ এবং আউটপুটকে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা। আর একটি কথা, এতে আর্থিং থাকতেই হবে। আর্থিং না করা থাকলে প্রোগ্রাম ঠিকমত রান নাও করতে পারে এমনকি ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
বিভিন্ন পিএলসির ক্ষেত্রে প্রয়োজনীয় পাওয়ার কম বেশি হতে পারে। যেমন অনেক পিএলসি আছে যাদের অপারেট করতে ১১৫ ভোল্ট থেকে ২৪০ ভোল্ট এসি/ডিসি প্রয়োজন হয়। আবার অনেক পিএলসি রয়েছে শুধু ডিসি ২৪ ভোল্টে অপারেট করা যাবে।
2.ইনপুট:
এখানে বিভিন্ন প্রকার ইনফরমেশন প্রদান করা হয়ে থাকে। ইনপুট ডিভাইসে প্রাপ্ত তথ্যকে লেডার ডায়াগ্রাম অনুযায়ী আউটপুট ডিভাইসের বিভিন্ন অংশে পাঠানো হয়। ইনপুট সাধারণত বিভিন্ন প্রকার সুইচ, সেন্সর, তাপমাত্রা ইনফরমেশন, ভেরিয়েবল ভোল্টেজ ইত্যাদি ইনফরমেশন সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে পাঠায়।
3.আউটপুট:
সেন্ট্রাল প্রসেসিং থেকে আগত তথ্যকে রিলে সুইচের মাধ্যমে মেশিনে পাঠানো হয়ে থাকে ও মেশিন সেই অনুযায়ী কাজ করে।মেশিনে সেন্সর সহ অন্যান্য ডিভাইসের মাধ্যমে পুনরায় ইনপুটে তথ্য প্রদান করে থাকে এবং এইভাবে চক্রক্রিয়া স্বয়ংক্রিয় ভাবে চলতে থাকে।
সেন্ট্রাল প্রসেসিং ইউনিট:
ইনপুট হতে আগত তথ্যগুলোকে লেডার ডায়াগ্রাম অনুযায়ী আউটপুট ডিভাইসের বিভিন্ন অংশে পাঠানো হয়ে থাকে। এছাড়া ইনপুট ডিভাইসের প্রাপ্ত তথ্যর সাথে সিপিইউ ডায়াগ্রাম অনুযায়ী নিজস্ব কিছু তথ্য সংযোগ হতে পারে ।
পি এল সি প্রোগ্রামিং সফটওয়্যার:
প্রথমে আপনাকে নিশ্চিত হতে হবে আপনি কোন ব্র্যান্ডের পিএলসি ব্যবহার করবেন। এক একটা ব্র্যান্ডের পিএলসির জন্য আলাদা আলাদা সফটওয়্যার ব্যবহার করতে হয় ।এরপরেই সেই ব্র্যান্ড অনুযায়ী PLC সফটওয়্যার পিসিতে ইনস্টল করে নিতে হবে।
পিএলসি সিপিইউ:
পি এল সি সিপিইউতে আপনি চাইলে এক্সটারনাল ইনপুট আউটপুট বাড়িয়ে নিতে পারেন। ধরেন আপনি ৩৬ টি ইনপুট এবং ২৪ টি



আউটপুট ব্যবহার করতে পারছেন কিন্তু আপনার ইনপুট ও আউটপুট আরো বেশি লাগবে, সেক্ষেত্রে এক্সটারনাল মডিউল যোগ করে করতে পারেন এবং এটা খুবই সহজ।কিন্তু সব পিএলসির ক্ষেত্রে আপনি ইচ্ছা করলেই ইনপুট ও আউটপুট এক্সটেনশন করতে পারবেন না। একমাত্র মডুলার পিএলসিতে এক্সটেনশন সম্ভব। অর্থাৎ একটি কম্পাক্ট পিএলসি এবং অপরটি মডুলার পিএলসি।
কমিউনিকেশন ক্যাবল:
পিএলসির জন্য ভালো মানের ক্যাবল এবং কনভার্টার ব্যবহার করাই উত্তম। কারন বাজারে বিভিন্ন ক্যাবল পাওয়া যায় যা ঠিকমত কাজ করে না। একারনে পিএলসি কমিউনিকেশন ক্যাবল পিএলসি যে কোম্পানির সেই কোম্পানি থেকেই নেওয়া উচিত। যদিও ক্যাবলের দাম অনেক বেশি হয়ে থাকে।
পিএলসি প্রোগ্রামিং ভাষা:
Ladder Diagram (LD)
Function Block Diagram (FBD)
Instruction List (IL)
Structural Text (ST)
Sequential Function Chart (SFC)

ফ্রি সেমিনার

NMIT



 অংশ নিন শুক্রবারের বিশেষ ফ্রি সেমিনারে-

এন এম আইটির ফ্রিল্যান্সিং বিষয়ক বিশেষ সেমিনার। আপনার পছন্দের বিষয়টিতে সেমিনারে অংশগ্রহণ করতে চলে আসুন আমাদের সেমিনারে ।
এছাড়াও বিস্তারিত জানতে,
✉ ইনবক্স করুনঃ m.me/nmittrainingschool
📞 কল করুনঃ
01998763210 , 01848357338

ফ্যাশন ডিজাইন

NMIT

 



বর্তমানে ফ্যাশন ডিজাইন একটি বহুল প্রচলিত বিষয়। যা আমাদের ক্যারিয়ারের ডেভলপমেন্ট এ অনেক সাহায্য করে। কারন বর্তমানে ফ্যাশন ডিজাইন এবং গার্মেন্টস শিল্পের ব্যাবহার অনেক। তাই এ সেক্টর নিয়ে যারা কাজ করছে তারা কখনো পিছিয়ে থাকে নি।আপনি কিভাবে একজন সফল উদ্যোক্তা হবেন?? কিভাবে পন্য নিয়ে মার্কেটিং করবেন?? কোথা থেকে পন্য ক্রয় করবেন?? কিভাবে ক্যমিকেল ব্যাবহার করবেন। এ জাতীয় সকল বিষয় বস্তু নিয়ে আমরা আছি আপনাদের সাথে । একজন সফল উদ্যোক্তা হতে এবং ফ্যাশন ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন। এবং এনএমএআইটির ফ্রি সেমিনারে জয়েন করতে পারেন ,।

MS Office

NMIT

 


বর্তমানে কম্পিউটার শিখার কোন অবকাশ নেই। আপনি যত বেশি আইটি ডিপার্টমেন্ট এ দক্ষ হবেন তত বেশি লাভবান হবেন আপনার ক্যারিয়ারের জন্য। আর আপনার এই পথচলায় আপনাকে দক্ষ করতে সাহায্য করবে এনএমআইটই ইন্সটিটিউট। আপনার কম্পিউটার বেসিক থেকে শুরু করে আমরা দিচ্ছি এমএস অফিস এডভান্স মেথড। টোটাল ক্লাস পাবেন অনলাইন এ মাধ্যমে। আপনি আপনার ঘরে বসে এখন হতে পারবেন এমএস অফিস এক্সপার্ট।

তাই দক্ষ হওয়ার পথচলা শুরু হোক আমাদের এনএমআইটি ইনস্টিউট এর মাধ্যমে।

ফ্রিল্যান্সিং এর চাহিদা

NMIT

 


বর্তমানে ফ্রিল্যান্সিং এর চাহিদা ব্যাপক পরিমানে। আর ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিং এর চাহিদা সব থেকে বেশি বর্তমান দক্ষতার বাজারে। কিন্তু যারা ফ্রিল্যান্সিং নিয়ে বিভিন্ন ভাবে রেফারেন্স মার্কেটিং এ প্রতারিত । বা কম টাকায় শিখতে গিয়ে প্রতারিত হচ্ছেন। তাদের জন্য আমরা এনএমআইটি ইনস্টিটিউট এই প্রথম ১ মাস সম্পূর্ণ ফ্রি ক্লাসের ব্যাবস্থা করেছি। যাদের সম্পূর্ণ ফ্রি তে ডিজিটাল মার্কেটিং এর উপরে কাজ শিখানো হবে। যাদের ডিজিটাল মার্কেটিং এর উপরে আগ্রহ আছে তারা বিস্তারিত জানতে ইনবক্স করুন।

ফ্যাশন ডিজাইন

NMIT

 



বর্তমানে ফ্যাশন ডিজাইন একটি বহুল প্রচলিত বিষয়। যা আমাদের ক্যারিয়ারের ডেভলপমেন্ট এ অনেক সাহায্য করে। কারন বর্তমানে ফ্যাশন ডিজাইন এবং গার্মেন্টস শিল্পের ব্যাবহার অনেক। তাই এ সেক্টর নিয়ে যারা কাজ করছে তারা কখনো পিছিয়ে থাকে নি।আপনি কিভাবে একজন সফল উদ্যোক্তা হবেন?? কিভাবে পন্য নিয়ে মার্কেটিং করবেন?? কোথা থেকে পন্য ক্রয় করবেন?? কিভাবে ক্যমিকেল ব্যাবহার করবেন। এ জাতীয় সকল বিষয় বস্তু নিয়ে আমরা আছি আপনাদের সাথে । একজন সফল উদ্যোক্তা হতে এবং ফ্যাশন ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন। এবং এনএমএআইটির ফ্রি সেমিনারে জয়েন করতে পারেন ,।

গ্রাফিক্স ডিজাইন

NMIT

 




গ্রাফিক্স ডিজাইনের চাহিদা এখন বর্তমান বাজারে অনেক। ভবিষ্যৎ এর চাহিদা আরো ব্যাপক ভাবে বৃদ্ধি পাবে। তাই এই ব্যাপক চাহিদার বাজার দখল করতে হলে আপনাকে হতে হবে দক্ষ লোক। আর আপনার দক্ষ হওয়ার সাহায্য করার জন্য আপনাদের সাথে আছে এনএমআইটি ইন্সটিটিউট। আপনাদের দক্ষ হওয়ার পথ চলা টা যেন শুরু হয় এনএমআইটির হাত ধরে। তাই আমরাই নারায়ণগঞ্জে এই ১ম গ্রাফিক্স এর উপর ১ টানা ৭ দিনের ফ্রি ক্লাস দিচ্ছি যার কারনে আপনাদের কোন প্রকার টাকা বা রেজিঃ ফি বা হিডেন চার্জ নেই। তাই আপনার দক্ষতা বৃদ্ধি করার জন্য আজই এনএমআইটির ফ্রি ক্লাসে অংশগ্রহন করুন।

আমাদের ঠিকানা: তোলারাম কলেজ রোড সংলগ্ন UCC (২য় ক্যাম্পাস) এর পরের ভবন (খন্দকার ভিলার ৫ম তলা), চাষাড়া, নারায়ণগঞ্জ।
যোগাযোগের নম্বর: 01848357338, 01611485121, 01998763210, 01716344435, 01867979373